আনোয়ার হোসেন মাস্টার

আনোয়ার হোসেন মাস্টার

আনোয়ার হোসেন ১৯৭৭ সালে ডিসেম্বর মাসে লক্ষ্মীপুর জেলায় রামগঞ্জ উপজেলায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা : সেকেন্দার মিয়া ও মাতা : নুর নাহার বেগম। পিতা পেশায় একজন জাতি গড়ার কারিগর ছিলেন। মাতা সু-গৃহিণী। নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জন করেন। ক্রমান্বয়ে রামগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ থেকে বিকম শেষ করেন। কর্মজীবনের প্রথমে তিনি বাবার পেশায় দিক বিবেচনা করেন, একজন শিক্ষক সকলের কাছে সম্মানিত ব্যক্তি তাই নিজেকে শিক্ষকতা পেশায় জড়িয়ে নেন। পরবর্তীতে ব্যবসাকে পেশা হিসেবে বেছে নেন। পরিবার পরিজনের কথা ভেবে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে গড়ে তোলেন। কয়েক বছর পর উন্নত জীবন গড়ার লক্ষে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত দেশ সু-দূর স্পেনে পাড়ি জমান এবং সেখানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। কবি আনোয়ার হোসেন পেশায় ব্যবসায়ী আর নেশায় লেখালেখির চর্চা করা। লিখতে ভালোবাসেন আর এই লেখালেখিই তার জীবনের অক্সিজেন বলে মনে করেন। ব্যক্তিগত জীবনে তিনি তাঁর সহধর্মী সারমিন আক্তার (চিনু) সহ তিন সন্তান, ১ ছেলে ও ২ মেয়েকে নিয়ে বেশ সুখে ও শান্তিতে প্রবাস জীবন যাপন করছেন। সংগ্রামী এই লেখক শত প্রতিক‚লতার মাঝেও লেখালেখিতে নিজেকে নিয়োজিত রেখেছেন। পাশ্চাত্যে বসেও নিজের মাতৃভাষা বাংলাকে আরো প্রসারিত করার জন্য চর্চা করে যাচ্ছেন। স্কুল জীবন থেকেই লেখালেখির হাতেখড়ি। তারই ধারাবাহিকতায় সে প্রবাসে থেকেও নিজের ভাষায় লেখালেখির চর্চা করে যাচ্ছেন।

আনোয়ার হোসেন মাস্টার এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon